হাটহাজারীতে থানার সোর্স ইয়াবা বিক্রির দায়ে আটক

মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।

হাটহাজারীতে ইয়াবা বিক্রি করার সময় মো. মামুন (২৪) নামে থানার সোর্সকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। গত রোববার (৫ আগস্ট ২০১৮) দিবাগত রাত সাড়ে ১১টায় হাটহাজারী পৌরসভার আদর্শ গ্রামস্থ দক্ষিণ পাহাড় এলাকায় স্থানীয় জনতা তাকে আটক করে থানা পুলিশে সোর্পদ করে। ইয়াবা বিক্রেতা মামুন পৌরসভার ওই এলাকার মো. জসিমের পুত্র বলে জানা গেছে।

জানা গেছে, গত রোববার রাতে এলাকায় যুবলীগ নেতাকর্মীদের সহযোগিতায় আদর্শ গ্রামস্থ দক্ষিণ পাহাড়ে ইয়াবা বিক্রয়ের সময় তাকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা থানা পুলিশকে অবহিত করে।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১০ পিচ ইয়াবাসহ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন বলে জানান হাটহজারী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মো. কামরুজ্জামান।

এদিকে সোমবার সকালে ইয়াবা বিক্রেতা মামুনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার উননেছা শিউলী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।

অন্যদিকে আবদুল হাকিম (৩৫) নামে এক ব্যক্তিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য আইনে ১ মাসের কারাদণ্ড ও বীরেন্দ্র কুমার ত্রিপুরা (৩২) নামে আরেক ব্যক্তিকে মাদক সেবনের দায়ে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে বলে জানা যায়।

Similar Posts

error: Content is protected !!