মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
কোরবানীর এখনও দুই সপ্তাহ বাকি থাকলেও বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থান হাটে কোরবানী উপলক্ষে বুধবার (৮ আগস্ট ২০১৮) গরুর হাট বসে। হাটে প্রচুর গরু আমদানি হলেও কেনাবেচা হয় খুব কম।
স্থানীয় গ্রাহকরা জানান, গরুর দাম গতবারের তুলনায় কম হলেও দুই সপ্তাহ বাড়িতে গরু রাখা ও খাওয়ানো খুব ঝামেলা হয়। তাই অগামী বুধবার হাটে গরু কিনবো।
তবে অন্য জেলা থেকে আসা ও স্থানীয় গরুর বেপারিরা বিক্রির জন্য অনেক গরু সংগ্রহ করেন। গোহাটিতে ঘুরে দেখা যায়, তুলনামূলক ভাবে ছোট গরুর দাম একটু বেশি। মাঝারি আকারের গরুর দাম একটু কম।
মহাস্থান গরুর হাট বসে সপ্তাহের প্রতি বুধবার। তবে হাটের ইজারাদার আলহাজ্ব আজমল হোসেন জানান, ২২ আগস্ট বুধবার যদি ঈদ হয়, তাহলে এলাকার মানুষের সুবিধার জন্য আগামী ১৮ আগস্ট শনিবার গরুর হাট বসানো হবে।