সুমন চৌধুরী, সৌদি আরব থেকে ।।
সৌদি আরবের মিনায় পদদলনের ঘটনায় নিহত বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। তবে মিনা ট্র্যাজেডিতে ১৪০ বাংলাদেশি হাজি এখনো নিখোঁজ রয়েছেন বলে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ জানান, নিহত বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। মক্কা ও জেদ্দার বিভিন্ন হাসপাতালে এখনো ৬৩ বাংলাদেশি হাজি চিকিৎসাধীন। তাদের মধ্যে বেশির ভাগকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালন করতে গিয়ে পদদলিত হয়ে মিনায় সাত শতাধিক হাজি নিহত হন। আহত হন আরো হাজারখানেক।
নিহত বাংলাদেশি কিছু হাজির মরদেহ শনাক্ত করে তাদের আত্মীয়স্বজনের মাধ্যমে মক্কাতেই দাফন করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ হজ মিশন। কনস্যুলেট ও মক্কায় বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তারা বাকি মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করতে কাজ করছেন।
নিখোঁজ হাজিদের স্বজনদের বাংলাদেশ হজ মিশনে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।