নিজস্ব প্রতিনিধি ।।
আশুগঞ্জ ফিরোজ মিয়া কলেজের ইতিহাস বিভাগের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হয় গত ৪ আগস্ট ২০১৮, শনিবার কলেজের উত্তরা ভবন মিলনায়তনে উদযাপিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের প্রফেসর ড. এ.কে.এম শাহনাওয়াজ ও ইতিহাস বিভাগের প্রফেসর ড. এমরান জাহান, গভর্নিং বডির চেয়ারম্যান ও কলেজ প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ ফিরোজ মিয়া, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান ও উপাধ্যক্ষ আহম্মদ উল্লাহ খন্দকার। সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান মোহাম্মদ কামাল হোসেন।
অনুষ্ঠানে আঞ্চলিক ইতিহাস চর্চা পরিপ্রেক্ষিত ব্রাহ্মণবাড়িয়া ও সন্নিহিত অঞ্চল শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চিনাইর বঙ্গবন্ধু কলেজের বাংলা বিষয়ের সিনিয়র প্রভাষক কবি মহিবুর রহিম। মূল প্রবন্ধে তিনি বলেন, আঞ্চলিক ইতিহাস চর্চা ইতিহাসের নতুন প্রেরণা। আঞ্চলিক ইতিহাস চর্চার মাধ্যমে জাতীয় ইতিহাসের স্বচ্ছতা প্রতিষ্ঠিত হতে পারে। ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসকে কালানুক্রমিক ভাবে বিন্যস্ত করা এখন সময়ের প্রয়োজন। এ জন্যে সন্নিহিত অঞ্চলের ইতিহাসের নিবিড় পাঠ নিতে হবে। এ অঞ্চলের মধ্যযুগের ইতিহাসের স্বচ্ছতা ও পূর্ণাঙ্গতা নেই। আদি ইতিহাসও তমসাচ্ছন্ন। কালীদহ সায়রের বুকে জেগে ওঠা বিশাল বিস্তৃত ভূ-ভাগে গড়ে উঠেছে আজকের ব্রাহ্মণবাড়িয়া ও তার সন্নিহিত অঞ্চল। আদিতে এ অঞ্চলে কৃষি ও মৎস্যজীবী ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বসবাস ছিল। তাদের অনেক কিছুই কালের বুকে হারিয়ে যাচ্ছে। বস্তুনিষ্ঠ ইতিহাসের জন্যে প্রামাণ্য উপাদানগুলো আমাদের সযত্নে সংরক্ষণ করতে হবে। আর ইতিহাস রচনায় হতে হবে সর্বোচ্চ নির্মোহ। তবেই এক্ষেত্রে আমরা সার্থক হতে পারব।
মূল প্রবন্ধ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন ড. এ কে এম শাহনওয়াজ ও ড. এমরান জাহান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিভাগের শিক্ষার্থী তাসলিমা আহসান অনি। অনুষ্ঠানমালায় ছিল আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, স্মারক সমতটের মোড়ক উন্মোচন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।