চট্টগ্রামস্থ কিশোরগঞ্জ ঐক্য পরিষদের কমিটি গঠিত

নিজস্ব প্রতিনিধি ।।

দেশের দক্ষিণাঞ্চলের জেলা চট্টগ্রামে বসবাসরত কিশোরগঞ্জের বাসিন্দাদের নিয়ে “চট্টগ্রামস্থ কিশোরগঞ্জ ঐক্য পরিষদ” নামে একটি জনকল্যাণমূলক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। সংগঠনটি সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে গত ৭ আগস্ট ২০১৮ মঙ্গলবার ২৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠিত হয়েছে।

কমিটিতে প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নূর নবী (পনির) এবং মোঃ আকতার হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। চট্টগ্রামের পাহাড়তলীর কাঁচা রাস্তা এলাকায় গড়ে উঠা সংগঠনটির উদ্দেশ্য হলো- কিশোরগঞ্জ জেলার দুঃস্থদের শিক্ষা, চিকিৎসা, বিবাহসহ সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতার হাত বাড়ানো।

সভাপতি ও সাধারণ সম্পাদক

চট্টগ্রামস্থ কিশোরগঞ্জ ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি : সভাপতি মোহাম্মদ নূর নবী (পনির), সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বাতেন খান, সাংগঠনিক সম্পাদক মোঃ জামশেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদাত হোসেন লিটন, অর্থ সম্পাদক মোঃ টুটুল মিঞা, আইন বিষয়ক সম্পাদক মোঃ সাজ্জাদুল আলম, সহ-আইন বিষয়ক সম্পাদক মোঃ জিল্লুর রহমান, দপ্তর ও পাঠাগার সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন বাবুল, সহ-দপ্তর ও পাঠাগার সম্পাদক মোঃ নূরে আলম মিয়াজী, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল গাফফার রাসেল, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল কাদের, প্রচার ও যোগাযোগ সম্পাদক মোঃ শাওন ইসলাম, সহ-প্রচার ও যোগাযোগ সম্পাদক মোঃ আল-আমিন মাঝি, ক্রীড়া সম্পাদক মোঃ শামীম হাসান বাবুল, সহ-ক্রীড়া সম্পাদক মোঃ জানে আলম, সমাজকল্যাণ সম্পাদক মোঃ বেলাল, সহ-সমাজকল্যাণ সম্পাদক মোঃ আঙ্গুর মিয়া, সাংস্কৃতিক সম্পাদক মোঃ শেখ মোবারক হোসাইন সাদী, সহ-সাংস্কৃতিক সম্পাদক মোঃ বশির উদ্দিন খান। নির্বাহী সদস্যরা হলেন- মোঃ সাইদুর রহমান, মোঃ রাজীব মিয়া, কারার মোঃ লিটন মিয়া, মোঃ মেরাজ মিয়া।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনেকেই এরই মধ্যে সদস্যপদ নিয়েছেন এবং নতুন করে সদস্য অন্তর্ভুক্তির কাজও চলমান রয়েছে। কিশোরগঞ্জের বাসিন্দা যারা বিভিন্ন কাজে চট্টগ্রামে বসবাস করছেন এমন যে কেউ সংগঠনের কার্যালয়ে সরাসরি যোগাযোগ করে অথবা কমিটির সদস্যদের মাধ্যমে সদস্যপদ নেয়ার কার্যক্রম পূর্ণ করতে পারবেন। যোগাযোগের ঠিকানা : হোল্ডিং নং-৩৯৮৪/৪০৭৯, রুহুল আমিন ভবন, ঈদগা কাচা রাস্তা (ইউনিয়ন ব্যাংকের পাশে), ডি.টি রোড, পাহাড়তলী, চট্টগ্রাম। ফোন- ০১৭৫৮১৯৭৫৪৭, ০১৬৭৩৮৭৫৮৩১।

Similar Posts

error: Content is protected !!