সংবাদদাতা ।।
নিকলীর বিভিন্ন স্পটে মাদক সেবন ও মাদক ব্যবসায়ীদের প্রাদুর্ভাব বেড়ে উঠায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার ৬ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময় মাদক সংক্রান্ত অপরাধের সাথে জড়িত অন্তত ২৫ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পাশাপাশি বেশকিছু মাদকদ্রব্যও আটক করে নিকলী থানা পুলিশ। সমাজকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলে এলাকাবাসীর দাবি।