সংবাদদাতা ।।
হাওরবেষ্টিত উপজেলা অষ্টগ্রামের সাথে সরাসরি যোগাযোগ স্থাপনের জন্য নির্মিত হয়েছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সেতু। এই সেতুর ফলে মিঠামইন ও অষ্টগ্রামের জনসাধারণের দীর্ঘদিনের কষ্টের লাঘব হতে যাচ্ছে। সেতুর উদ্বোধন উপলক্ষে ১২ অক্টোবর অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক নাগরিক সমাবেশের আয়োজন করা হয়েছে। বিকাল ৩টায় শুরু হয়ে এই সমাবেশ। প্রধান অতিথি হিসেবে থাকবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। সভাপতিত্ব করবেন নাগরিক কমিটির আহ্বায়ক ফজলুল হক হায়দারী বাচ্চু। সমাবেশে উপস্থিত থাকার জন্য কমিটির পক্ষ থেকে সকল স্তরের জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।