আমাদের নিকলী ডেস্ক ।।
কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক এবং কুলিয়ারচর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মো. মুছা মিয়া আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার (১৪ আগস্ট ২০১৮) দুপুর ১২.৫৫ মিনিটে পৌর শহরের পালটিয়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে তিন মেয়ে ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ মাগরিব স্থানীয় পালটিয়া-মাসকান্দি ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে কুলিয়ারচর গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মো. মুছা মিয়া (সিআইপি), কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম (সিআইপি), উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল মিল্লাত, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন পৃথকভাবে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সূত্র : কুলিয়ারচর আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি সৈয়দ মো. মুছা মিয়ার ইন্তেকাল [কিশোরগঞ্জ নিউজ, ১৪ আগস্ট ২০১৮]