মহাস্থান ডাকবাংলো রোডের যানজটে জন দুর্ভোগ চরমে

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।

মহাস্থান মাজার মসজিদে গাড়ি নিয়ে প্রবেশ পথটি (ডাকবাংলো রোড) সরু হওয়ায় বড় যানবাহনগুলোর চলাচলে ব্যাপক বেগ পেতে হয়। এ রাস্তার মোড়ে যানবাহনগুলো সহজে ঘুরতে না পারায় মহাস্থান-শিবগঞ্জ রাস্তায় যানজট লেগেই থাকে।

শুক্রবার দিন তো এ যানজটের তীব্রতা এত বেশি হয় যে যাত্রী সাধারণ ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। তাছাড়া মাঝে মাঝেই দুর্ঘটনাও ঘটে।

প্রতি শুক্রবার মহাস্থান মাজার মসজিদে, জিয়ারতকারী, মুসল্লি ও দর্শনার্থীগণ বিভিন্ন এলাকা থেকে বাস, ট্রাক, ভটভটি, নসিমন, করিমন, ভ্যান গাড়িসহ শত শত গাড়ি নিয়ে এই ডাকবাংলা রোড দিয়ে মহাস্থান ঈদগাহ মাঠে গাড়ি রেখে নামাজ আদায় করে। মাজার জিয়ারত করে ও দর্শনীয় স্থানসমূহ ভ্রমণ করে।

তাছাড়া এই রাস্তা দিয়ে বগুড়া সদরের নামুজা, শিবগঞ্জের বুড়িগঞ্জ ও বিহার ইউনিয়নে যানবাহন যাতায়াত করে। মহাস্থান গড়ের উচ্চ টিলার উপর থেকে এই সরু রাস্তাটি ডাকবাংলার সামনে দিয়ে নীচে শিবগঞ্জ রাস্তায় নেমে আসার সময় ঢালুর কারণে গাড়ির ব্রেক ফেল করে দুর্ঘনায় পতিত হয়।

বিশেষ করে, ঈদগাহ মাঠ থেকে শিবগঞ্জ রাস্তা পর্যন্ত, রাস্তাটি প্রশস্ত করা অতিব জরুরি। এমন একটি জনগুরুত্বপূর্ণ স্থানে এ অবস্থা সত্যিই পীড়াদায়ক। এ দুর্ভোগটি নিরসনকল্পে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সচেতন মহলের পক্ষ হতে জোর দাবি জানানো হয়েছে।

Similar Posts

error: Content is protected !!