মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।
কুরবানীর ঈদকে সামনে রেখে আজম খান (৩৬) নামের এক ব্যক্তি গত এক বছর ধরে বিক্রির আশায় লালন পালন করে আসছেন ২টি গবাদি পশু। গত কয়েকদিন বাজারে নিয়েও যান গরুগুলোকে বিক্রির জন্যে।
বাজারদর তেমন না হওয়ায় বিক্রি করেননি তিনি। গত শনিবার (১৮ আগস্ট ২০১৮) খাবার দিয়ে ঘুমিয়ে গেলে দিবাগত রাতে প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাত সৃষ্টি হলে বছরব্যাপী লালন পালন করা গরু ২টি গোয়াল ঘরে মারা যায়। আজম খান মির্জাপুর ইউনিয়নস্থ চারিয়া মুরাদপুর গ্রামের নুর আহমদ তালুকদারের পুত্র।
গরু লালনকারী আজম খান এই প্রতিবেদককে জানান, প্রতিদিনের মতো এদিনও রাতে গরুগুলোকে খাবার দিয়ে ঘুমাতে যান। গভীর রাতে প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাতে আমার শখের লালন পালন করা ২টি গরু মারা যায়। গরু দু’টির পিছনে প্রায় এক বছর ধরে পরিশ্রম করে আসছি কুরবানীর বাজারে বিক্রি করে কিছু লাভের আশায়।
গরু দুটি প্রায় দেড় লক্ষ টাকার মূল্য বলে তিনি দাবি করেন। গরুগুলো মারা যাওয়ায় আজম খান হতাশা হয়ে পড়েছেন।