ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২০১৭-১৮ অর্থবছরের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ধামইরহাট উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ, সৌরবিদ্যুৎ প্যানেল, পাওয়ার টিলার ও শস্য কাটার রিপার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ আগস্ট ২০১৮) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে ইউএনও মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়ার সভাপতিত্বে শিক্ষাবৃত্তির টাকা ও অন্যান্য উপকরণ বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ মো. শহীদুজ্জামান সরকার এমপি।
এ সময় উপস্থিত ছিলেন ধামইরহাট সরকারি এম এম ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, আ’লীগ ও সহকারী অধ্যাপক আনম আফজাল হোসেন, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, আদিবাসী বহুমুখি সমিতির সভাপতি ইশ্বর মার্ডি, সম্পাদক বিশ্বনাথ টুডু, আদিবাসী নেতা প্রভাষক আলবার্ট সরেন, প্রধান শিক্ষক এস, এম খেলাল ই রব্বানী, প্রেস ক্লাব সভাপতি এম এ মালেক, সাংবাদিক আবুমুছা স্বপন প্রমুখ।
অনুষ্ঠানে ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। পাওয়ার টিলারসহ অন্য সামগ্রীগুলো সমিতির দলনেতার মাঝে বিতরণ করা হয়।