মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
গত রোববার (১৯ আগস্ট ২০১৮) সকাল থেকে বিকাল পর্যন্ত বগুড়া সদর উপজেলার নামুজা, গোকুল ও লাহিরীপাড়া ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২০ কেজি করে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়। নামুজা ইউনিয়ন পরিষদে সকাল থেকে ২৭৫৫ গরীব দুঃস্থ্ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান রাসেল মামুন। এসময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ, ইউপি সচিব সিদ্দিকুর রহমান ও ইউপি সদস্যবৃন্দ।
এদিন সকালে গোকুল তসলিম উদ্দীন উচ্চ বিদ্যালয়ে গোকুল ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৩১৯৫ গরীব দুঃস্থ্ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজ। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্যবৃন্দ। বিতরণকৃত ভিজিএফ-এর চালের মধ্যে বেশ কয়েক বস্তা পচা চাল থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন চেয়ারম্যান সবুজ।
বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নে ৩ হাজার ২০৪জন দুঃস্থ ব্যক্তির মাঝে ২০ কেজি করে বিশেষ ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে। উক্ত চাল বিতরণ উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার ও দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার মোঃ আব্দুল জোব্বার। এসময় ইউপি চেয়ারম্যান মাফতুন আহম্মেদ। ইউপি সচিব আজমল হোসেন, ইউপি সদস্য আব্দুস ছামাদ, এনামুল হক উকিল, আল আমিন, সিরাজুল ইসলাম, তাজুল ইসলাম, আলী হাসান, নান্টু মিয়া, রুবেল সাকিদার, আজাদুর রহমান মকবুল, সংরক্ষিত সদস্যা ঝরণা বেগম, লতিফা বেগম, কল্পনা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউপি সচিব ও জনপ্রতিনিধিগণ জানান, বিতরণকৃত ভিজিএফের চালের প্রায় অর্ধেক পচা চাল হওয়ায় ফুড অফিসে জানালে, ফুড অফিসের কর্মকর্তা সরেজমিনে এসে পরিদর্শন করেন।