আমাদের নিকলী ডেস্ক ।।
ময়মনসিংহের গৌরীপুরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ–ভৈরব রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। আজ রোববার (২৬ আগস্ট ২০১৮) সকাল আটটায় গৌরীপুর উপজেলার বোকাইনগর এলাকায় বগি লাইনচ্যুত হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান করাতি ট্রেনের বগিচ্যুত হওয়ার তথ্য নিশ্চিত করেন।
আবদুল মান্নান করাতি বলেন, আজ সকাল সাতটার দিকে ময়মনসিংহ থেকে মালবাহী একটি ট্রেন চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। সকাল আটটার দিকে বোকাইনগরে গিয়ে একটি বগির চার চাকা লাইনচ্যুত হয়। খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি জানান, বগি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ থেকে ভৈরবমুখী যাত্রীবাহী ট্রেনের শিডিউল হেরফের হতে পারে। তবে তা যাতে না হয়, সেই চেষ্টা চলছে।
সূত্র : প্রথম আলো, ২৬ আগস্ট ২০১৮