আমাদের নিকলী ডেস্ক ।।
মিঠামইনে ছোটদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে হতাহতের ঘটনার একদিন পর এবার বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধে হামলায় বাবুল মিয়া (৩৪) নামে এক যুবক খুন হয়েছে। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছে। শনিবার (২৫ আগস্ট) সকালে উপজেলার গোপদীঘি ইউনিয়নের বজকপুর গ্রামে প্রাণঘাতী এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত বাবুল মিয়া বজকপুর গ্রামের মুর্শিদ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বজকপুর গ্রামে একটি বাড়ি নিয়ে আমির হোসেন মাস্টার ও দুলাল মেম্বারের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে মামলা-মোকদ্দমাও রয়েছে। এই পূর্ব বিরোধের জের ধরে শনিবার সকালে দুলাল মিয়ার লোকজন আমির হোসেন মাস্টারের বাড়িতে হামলা চালায়। হামলা প্রতিহত করতে ঘর থেকে বের হওয়ার সময় বাবুল মিয়া প্রতিপক্ষের বল্লমের আঘাতে গুরুতর আহত হন। এ সময় নিহত বাবুলের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর এবং লুটপাট করা হয়েছে বলেও স্থানীয়রা জানিয়েছেন।
পরে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বাবুল মিয়ার মৃত্যু হয়।
মিঠামইন থানার ওসি আলীমুল হক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সূত্র : মিঠামইনে এবার বসতবাড়ি বিরোধে যুবক খুন [কিশোরগঞ্জ নিউজ, ২৫ আগস্ট ২০১৮]