নিজস্ব প্রতিনিধি ।।
রোববার (২৬ আগস্ট ২০১৮) বিকালে নিকলী পুরান বাজারের মুজিবসেনা ঐক্যলীগ উপজেলা শাখা কার্যালয়ের সামনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট আওয়ামীলীগের সভায় গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে এই মাহফিলের আয়োজন করে সংগঠনটি।
মৌলানা মো. মানিক মিয়ার পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিলে মুজিবসেনা ঐক্যলীগ নিকলী উপজেলা শাখার সভাপতি হাজি মো. নুরুল আমীন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নেতা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে আওয়ামীলীগ প্রধান শেখ হাসিনাকে হত্যাসহ ক্ষমতা কুক্ষিগতের ষড়যন্ত্রে লিপ্ত। শেখ হাসিনা সরকারের উল্লেখযোগ্য ও দুর্লভ অর্জনকে জনসমক্ষের আড়াল করে আওয়ামীলীগকে হেয় করতে লিপ্ত। সকলকে সজাগ দৃষ্টি রেখে এই ষড়যন্ত্র রুখতে সকলের প্রতি আহ্বান জানান।
মোনাজাত শেষে সংগঠনটির নেতা-কর্মি ও দুই শতাধিক উপস্থিতিদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।