লাখাইয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা আইনে জরিমানা

মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।

হবিগঞ্জের লাখাই উপজেলার লাখাই বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মেয়াদোউত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে তানহা কসমেটিকসকে ২ হাজার, পোড়া তেল ব্যবহার করায় নুর আলম মিষ্টান্নকে ২ হাজার টাকা, খাবারে ঢাকনা ব্যবহার না করায় নজরুল মিষ্টিঘরকে ১ হাজার ৫শত টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশনের জন্য রমজান মিয়া মিষ্টির দোকানকে ১হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ২৫টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে। অভিযানে সার্বিক সহায়তায় ছিলো লাখাই থানা পুলিশের একটি টিম।

অভিযান পরিচালনাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। এসময় জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।

Similar Posts

error: Content is protected !!