মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
“মানবতার সেবায় সব সময়” এ শ্লোগানকে সামনে রেখে মহাস্থান প্রেস ক্লাবের নেতৃবৃন্দ আবারও অন্যরকম একটি দিন অতিবাহিত করলেন। সামাজিক বিভিন্ন অসঙ্গতি ও সুসংবাদ তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের উপরও সামাজিক দায়বদ্ধতা রয়েছে, সেই দায়বদ্ধতা থেকেই মহাস্থান প্রেস ক্লাব নিয়মিতভাবে বিভিন্ন জনহিতকর কাজ করে থাকে।
এরই ধারাবাহিকতায় মহাস্থান প্রেস ক্লাব মঙ্গলবার (২৮ আগস্ট ২০১৮) দুপুরে মহাস্থান ইকরা মডেল স্কুলে স্থানীয় পথশিশু ও ছিন্নমূল মানুষদের জন্য মধ্যাহ্নভোজ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শতাধিক পথশিশু ও ছিন্নমূল মানুষ অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে উপস্থিত পথশিশু ও ছিন্নমূল মানুষদের সাথে আনন্দ ভাগাভাগি করতে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও বাংলাভিশনের বগুড়া ব্যুরো চিফ আব্দুর রহীম, বগুড়ার শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, গোকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস আলম পিলু, দৈনিক সংগ্রাম পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি আব্দুল ওয়াদুদ, দি ইনডিপেনডেন্ট বগুড়া স্টাফ রিপোর্টার মাহফুজ মণ্ডল, বিজয় টিভির জেলা প্রতিনিধি জিল্লুর রহমান, সাংবাদিক ফারুক হোসেন, সাংবাদিক টিএম মামুন, কামরুল ইসলাম, সমাজসেবক আলহাজ্ব আ: জলিল, মহাস্থান প্রেস ক্লাবের সভাপতি আব্দুল বাছেত, সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহেল রানা, সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুর রহীম সাজু, যুগ্ম-সম্পাদক ওবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক নূরনবী রহমান, কোষাধ্যক্ষ আজিজুল হক বিপুল, দপ্তর সম্পাদক আব্দুল বারী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাফায়াত সজল, প্রচার সম্পাদক আব্দুল হান্নান টগর, ধর্মীয় সম্পাদক আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য শহীদুল ইসলাম স্বপন, তাহেরা জামান লিপি, গোলজার রহমান, রফিকুল ইসলাম মাস্টার, আল মামুন, জাপা নেতা ভুট্টো প্রমুখ।
অনুষ্ঠানে যাদেরকে নিয়ে এ আয়োজন তাদের জন্য সাদা ভাত, গোস্ত ভূনা, বুটের ডাল, করা হয়। সাথে দই মিষ্টিরও ব্যবস্থা ছিল। অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক মরহুম যাহেদুর রহমান যাদু’র রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।