নিকলীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশেষ প্রতিনিধি ।।

শনিবার (১ সেপ্টেম্বর ২০১৮) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দলীয় কার্যালয়ের সামনের বকুলতলায় সংগঠনটির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে নিকলী উপজেলা বিএনপি।

সংগঠনটির উপজেলা সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আবু সাঈদ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির উপজেলা ইউনিটের আয়োজনে ছিলো আলোচনা সভা ও র‌্যালি।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মুক্তিযোদ্ধা মানিক মিয়া, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবীর, যুগ্ম সম্পাদক তাপস কুমার অপু, ডা. সাইফুল ইসলাম, হারুন অল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক এখলাসুর রহমান দুলাল, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল মেম্বার, প্রচার সম্পাদক শাহার উদ্দিন মেম্বার, সদর ইউনিয়ন সভাপতি মুক্তিযোদ্ধা চান্দালী মেম্বার, যুগ্ম সম্পাদক আবদুল কাদির জিলান, ছাত্র বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম সোহেল, যুব বিষয়ক সম্পাদক আল মামুন, শ্রমিক দল সম্পাদক মাহফুজুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সম্পাদক আসাদুজ্জামান মানিক প্রমুখ।

সভা শেষে দলীয় শ্লোগান দিয়ে মিছিল করে সহস্রাধিক নেতা-কর্মী সমর্থকরা।

Similar Posts

error: Content is protected !!