আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়নের রোদারপুড্ডা নয়াহাটি গ্রামের শিমুল তলায় গত বুধবার (২৯ আগস্ট ২০১৮) রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২০০ পুড়িয়া গাঁজাসহ এক মহিলা গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নিকলী থানার পুলিশ।
গ্রেফতারকৃত গাঁজা ব্যবসায়ী হলেন জারুইতলা ইউনিয়নের রোদারপুড্ডা নয়াহাটি গ্রামের সাইদুর রহমানের স্ত্রী লিহন আক্তার (৩৬)।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন ভূইয়া জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল নিকলীর রোদারপুড্ডার নয়াহাটির শিমুলতলায় অভিযান চালিয়ে গাঁজা বিক্রি অবস্থায় ২০০ পুড়িয়া গাঁজাসহ লিহন আক্তারকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে ওই রাতেই নিকলী থানায় মাদক আইনে একটি মামলা করেছে।
সূত্র : ওয়ান নিউজ ২৪, ৩১ আগস্ট ২০১৮