সংবাদদাতা ।।
একই সময়ে ওয়াজ মাহফিল ও যাত্রাগান অনুষ্ঠিত হওয়ায় মানুষের মাঝে সমালোচনা ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। রোববার রাতে নয়াহাটি এলাকাবাসীর উদ্যোগে টিএন্ডটি মোড়ে অনুষ্ঠিত হয় ওয়াজ মাহফিল। একই সময়ে পার্শবর্তী এলাকা পূর্বগ্রাম যুব সমাজের উদ্যোগে চলতে থাকে যাত্রাগানের আসর। ওয়াজ মাহফিলের পাশাপাশি একই সময় যাত্রাগান হওয়ায় এলাকার মুরুব্বি ও যুব সমাজের মাঝে তীব্র ক্ষোভ দেখা দেয়। এই অবস্থায় রাত থেকেই শুরু বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে মন্তব্য। অনেকে যাত্রাগান অনুষ্ঠানের প্রতি ক্ষোভ প্রকাশ করতে থাকেন। ডিজিটাল এ যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। এমদাদুল হক মিলন নামে একজন ফেসবুকে নিজ ওয়ালে স্টেটাসে লিখেন : ছি.. ছি.. এটাও দেখার বাকী ছিল। এক গ্রামে ওয়াজ মাহফিল পাশের গ্রামে যাত্রা গানের আসর!