নিকলীতে ফলদ বৃক্ষ মেলা শুরু

বিশেষ প্রতিনিধি ।।

“অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা-ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা” প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৩ সেপ্টেম্বর ২০১৮) সকাল ৯টা থেকে কিশোরগঞ্জের নিকলী সরকারি গোরাচাঁদ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে ফলদ বৃক্ষ মেলা। চলবে আগামী ৫ সেপ্টেম্বর বিকাল পর্যন্ত।

নিকলী উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াহ ইয়া খানের সভাপতিত্বে বৃক্ষ মেলার উদ্বোধন করেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রৌশন আক্তারসহ উপজেলায় কর্মরত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি এবং উপজেলার বৃক্ষপ্রেমিরা এ সময় উপস্থিত ছিলেন।

বৃক্ষ মেলায় অংশগ্রহণকারী উপজেলার দামপাড়া ইউনিয়নের আহসানপুর গ্রামের ফেরদৌস নার্সারির মালিক ইদ্রিস আলী জানান, প্রথম দিনেই দর্শনার্থী ও ফলদ বৃক্ষ ক্রেতাদের উপস্থিতি চোখে পড়বার মতো। আমার স্টলে শতাধিক জাতের বিভিন্ন চারা রয়েছে। কেনা বেচাও ভালো হচ্ছে। আশা করি বিক্রয় লক্ষমাত্রা অর্জন হবে।

Similar Posts

error: Content is protected !!