দেশসেরা সাঁতারু নিকলীর আরিফুল স্কলারশিপে ফ্রান্স যাচ্ছেন

আমাদের নিকলী ডেস্ক ।।

টোকিও-২০২০ অলিম্পিক গেমস সামনে রেখে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) বিভিন্ন দেশের বিভিন্ন ডিসিপ্লিনের ক্রীড়াবিদদের স্কলারশিপ দিচ্ছে উন্নত প্রশিক্ষণের জন্য। দুই বছরের সেই স্কলারশিপ নিয়ে ফ্রান্স যাচ্ছেন বাংলাদেশের সাঁতারু আরিফুল ইসলাম।

সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর ২০১৮) সকালে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে আরিফ ফ্রান্স রওয়ানা হবেন। ফ্রান্সের নরমান্দি অঞ্চলে আধুনিক একাডেমিতে প্রশিক্ষণ নেবেন বাংলাদেশ নৌবাহিনীর এ সাঁতারু।

ফ্রান্সে যাওয়া-আসা এবং থাকা-খাওয়াসহ আরিফের সব খরচই বহন করবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ২০২০ সালে অলিম্পিক গেমস হবে জাপানের রাজধানী টোকিওতে ২৪ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত। আরিফুল অলিম্পিক গেমসের আগ পর্যন্ত সেখানে অনুশীলন করবেন।

তবে দেশের হয়ে আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় অংশ নিলে তখন ছুটি নিয়ে দেশে ফিরতে পারবেন আরিফুল। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুদ্দিন হায়দার বলেছেন, ‘সামনে আমাদের সাউথ এশিয়ান গেমস আছে। এ ধরনের যে কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরিফ অংশ নিলে দেশে ফিরতে পারবেন।’

জাতীয় চ্যাম্পিয়নশিপসহ ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নিতে আরিফ দেশে ফিরবেন কিনা এ প্রসঙ্গে বিওএর ওই কর্মকর্তা বলেন,‘আমার আন্তর্জাতিক প্রতিযোগিতার ক্ষেত্রেই গুরুত্ব দেবো।’

‘সাঁতারের সোনার ছেলে’ আরিফুলের বাড়ি নিকলী সদরের মাইজহাটি গ্রামে। বাবার নাম ইন্নছ আলী। এক বোন আর তিন ভাইয়ের মাঝে সে সবার বড়। নিকলী হাওরের উথাল-পাতাল পানির স্রোতকে হার মানিয়ে নতুন স্বপ্নের পথে দুর্বার গতিতে ছুটে চলেছেন আরিফুল। তার সাফল্যে নিকলীর প্রথম অনলাইন সংবাদমাধ্যম “আমাদের নিকলী ডটকম” পরিবার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

সূত্র : জাগো নিউজ, ৪ সেপ্টেম্বর ২০১৮

Similar Posts

error: Content is protected !!