নিকলীতে চোলাই মদসহ দুইজন গ্রেফতার

আমাদের নিকলী ডেস্ক ।।

কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়নের নগর ব্রীজে বিশেষ অভিযান চালিয়ে ২৫ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত সোমবার (৩ সেপ্টেম্বর ২০১৮) রাত সাড়ে এগারটায় এ অভিযান পরিচালনা করে নিকলী থানার পুলিশ।

গ্রেফতারকৃত মদ ব্যবসায়ীরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের মহরকোনা গ্রামের ফজলুর রহমানের ছেলে খায়রুল ইসলাম (১৯) ও ধুপাহাটি গ্রামের মৃত বারেন্দ্র আচার্য্যর ছেলে সুজন আচার্য্য (২৯)।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন ভূইয়া জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল নিকলীর নগর ব্রীজে চোলাই মদ বিক্রির সময় ২৫ লিটার মদসহ খায়রুল ইসলাম ও সুজন আচার্য্যকে গ্রেফতার করে।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মঙ্গলবার সকালে নিকলী থানায় মাদক আইনে একটি মামলা করেছে। ওসি বলেন, গ্রেফতারকৃত খায়রুল ইসলাম ও সুজন আচার্য্যকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সূত্র : ওয়ান নিউজ ২৪বিডি.কম

Similar Posts

error: Content is protected !!