ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে সড়কে নিরাপত্তায় চলাচল ও সড়ক দুর্ঘটনা রোধে সেফটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ সেপ্টেম্বর বেলা ১১টায় প্রেস ক্লাবের সামনে স্কাউট সদস্য ও চকময়রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ২ ঘণ্টাব্যাপী সেফটি ক্যাম্পেইনে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) আলপনা ইয়াসমিন, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, সাব-ইন্সপেক্টর আমিরুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি এম এ মালেকসহ সড়ক পরিবহন নেতারা ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে রাস্তা পারাপারে লিফলেট বিতরণ করেন।
সড়ক দুর্ঘটনারোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে গৃহীত এই পদপেক্ষপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার অভিজ্ঞমহল।