ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে বহুল প্রতীক্ষিত বাদাল-ধুরইল সড়কে শ্রী নদীর উপর ৩৯ মিটার সেতুর উদ্বোধন করা হয়েছে। ৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় জাতীয় সংসদের হুইপ মো. শহীদুজ্জামান সরকার এমপি প্রায় ২ কোটি ১৭ লক্ষ টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে ইউনিয়ন আ’লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু ওয়াদুদ শ্যামার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা উপজেলা প্রকৌশলী আলী হোসেন, আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনম আফজাল হোসেন, খাজা ময়েন উদ্দিন, ইউনিয়ন আ’লীগ সম্পাদক মাহফুজুল আলম লাকী, ওসি জাকিরুল ইসলাম, ওসি (তদন্ত) মাহবুব হোসেন, সাব-ইন্সপেক্টর আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।