ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
ধামইরহাটে মুক্তিযোদ্ধার লাশ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। জানা যায়, উপজেলার উমার ইউনিয়নের উত্তর দূর্গাপুর গ্রামের মৃত কানাই মন্ডলের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম (৬৫) গত মঙ্গলবার রাত ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার দুপুর ২টায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর লাশ নিজগ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোসা. আলপনা ইয়াছমিন, ধামইরহাট থানার সাব-ইন্সপেক্টর জহুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা অফির উদ্দিন, মুক্তিযোদ্ধা মোকলেছুর আলম, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জাহিরুল ইসলাম, জছিম উদ্দিন, আফজাল হোসেন, সোলায়মান আলী, আব্দুর রশীদ প্রমুখ।