মহসিন সাদেক, লাখাই প্রতিনিধি ।।
হবিগঞ্জের লাখাইয়ে উদ্বোধন হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭)। গত বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর ২০১৮) বেলা সাড়ে তিনটায় উপজেলার মশাদিয়া ফুটবল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ।
লাখাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওবায়েদুর রহমানের সভাপতিত্বে ও ক্রীড়া সংস্থার সেক্রেটারি, টুর্নামেন্ট সদস্য সচিব ফজলে এলাহী ফরহাদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিষদের ভাইস চেয়ারম্যান মু্ক্তিযোদ্ধা মুর্শেদ কামাল চৌধুরী।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, আবুল কাশেম মোল্লা ফয়সল, রফিকুল ইসলাম মলাই, আওয়ামী লীগ নেতা শাহ রেজা উদ্দিন দুলদুল, প্রধান শিক্ষক আমীরুল ইসলাম আলম, অ্যাডভোকেট মাহফুজ মিয়া, নুরুজ্জামান মোল্লা, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আলীনোয়াজ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাহার উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার জহির উদ্দিন প্রমুখ।
উদ্বোধনী খেলায় ৩-০ গোলে বামৈ ইউনিয়নকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় করাব ইউনিয়ন পরিষদ।