আমাদের নিকলী ডেস্ক ।।
ঢাকাই সিনেমার ইতিহাস সৃষ্টি করা জুটি “ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ”। তোজাম্মেল হক বকুলের ‘বেদের মেয়ে জোছনা’ ছবিতে তারা সাফল্যের আকাশ ছুঁয়েছিলেন। এরপর তারা আরো বেশ কিছু ছবিতে জুটি বেঁধে সফল হন। বর্তমানে দু’জনেই অভিনয়ের বাইরে। ২২ বছর ধরে অঞ্জু থাকেন কলকাতায়। গেল বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর ২০১৮) একটি সিনেমার প্রযোজনা সংক্রান্ত কাজে তিনি বাংলাদেশে এসেছেন।
রোববার (৯ সেপ্টেম্বর ২০১৮) তিনি এফডিসিতে আসেন। দেখা করেন তার নায়ক ইলিয়াস কাঞ্চনসহ পুরোনো সহকর্মী ও পরিচালক-প্রযোজকদের সাথে। এখানে সাংবাদিকদের সাথেও কথা বলেন তিনি। সোনালি দিনের স্মৃতিচারণ করেন। এ সময় অঞ্জু ঘোষ ও ইলিয়াস কাঞ্চনকে নিয়ে আবারও সিনেমা নির্মাণের ঘোষণা দেন প্রযোজক নাদের খান। তিনি বলেন, ‘এই জুটি আমাদের সিনেমার দর্শকের কাছে আবেগের নাম। আমি ‘জোছনা কেন পরবাসে’ নামে একটি সিনেমা বানাবো এই জুটিকে নিয়ে। বর্তমান সময়কে মাথায় রেখেই গুণী নির্মাতা দিয়ে ছবিটি নির্মিত হবে।’
ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষও আগ্রহ প্রকাশ করেছেন আবারও জুটি হয়ে কাজ করতে। অনুষ্ঠানে নির্মাতা শহীদুল হক খানও একটি ছবির ঘোষণা দেন। সেখানে অঞ্জু ঘোষ অভিনয় করবেন। তবে ইলিয়াস কাঞ্চন থাকবে কিনা সেটা নিশ্চিত নয়।
অঞ্জু ঘোষকে আজীবন সদস্যপদ দেয়া প্রসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বললেন, “শিল্পী যেখানেই থাকুক, তিনি আমাদেরই। এই গ্লোবালাইজেশনের যুগে আমি সেটাই বিশ্বাস করি। অঞ্জুদি গত ২২ বছর আমাদের চোখের সামনে না থাকলেও মনের মধ্যে ঠিকই ছিলেন, আছেন এবং থাকবেন। কারণ, ‘বেদের মেয়ে জোসনা’কে বাদ দিয়ে তো এই ইন্ডাস্ট্রি আমরা কল্পনাও করতে পারি না। তো, দিদি ঢাকায় আসার পর থেকেই ভাবছিলাম তাঁকে কেমন করে সম্মান জানাই। প্রথমে ভাবলাম বড়সড় অনুষ্ঠান করি। পরে ভাবলাম উনাকে সমিতির পূর্ণ সদস্যপদ দেই। কাল সারা রাত এটা নিয়ে ছটফট করছিলাম। ঠিক মন ভরছিলো না। পরে সবাই মিলে চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম, আমরা উনাকে সর্বোচ্চ সম্মাননাটাই দিতে চাই। আজ সেটি দিতে পেরে আমরা আনন্দিত।”
এদিকে সমিতির আজীবন সদস্যপদ পেয়ে আবেগাপ্লুত হলেন অঞ্জু ঘোষ। মনের কথাটা গুছিয়ে না বলতে পারলেও এটুকু বললেন আর্দ্রকণ্ঠে, “আপনারা জোসনাকে এতকাল মনে রাখবেন, এভাবে বরণ করে নেবেন, সত্যি ভাবিনি।”
জানা গেছে, আগামীকাল সোমবার (১০ সেপ্টেম্বর ২০১৮) কলকাতায় ফিরে যাবেন অঞ্জু। আগামী মাসে আবারও তিনি ঢাকায় আসবেন তার প্রযোজিত ছবির ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিতে।