ঢাকাস্থ নিকলী ছাত্রপরিষদের নবীনবরণ ও কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি ।।

৭ সেপ্টেম্বর (শুক্রবার) ২০১৮ রাজধানীর তোপখানা রোডে ফেনী সমিতি হলরুমে ঢাকাস্থ নিকলী ছাত্রপরিষদের ঈদ পুনর্মিলনী, নবীন বরণ ও নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। নিকলী উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে অতিথি হিসাবে উপস্থিত থেকে ঢাকায় বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানটি তিনটি পর্বে বিভক্ত ছিল। প্রথমতঃ ঢাকায় বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের পরিচিতি ও বরণ, দ্বিতীয়তঃ সমিতির সদস্যবৃন্দের পরিচিতি ও তাদের অনুভূতি তুলে ধরা এবং তৃতীয়তঃ অতিথিবৃন্দের বক্তব্য ও নৈশভোজ।

নবীন হিসেবে যাদের বরণ করা হলো : ১) উমামা বিনতে ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয়; ২) মোবাইদুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়; ৩) জিহাদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়; ৪) আসাদ সানি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়; ৫) ইফতিয়ার আরফিন অমি, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ; ৬) আবু সাঈদ আকাশ, ঢাকা কলেজ; ৭) মোঃ আরমান মিয়া, মাদ্রাসায়ে মোহাম্মাদিয়া আরাবিয়া; ৮) সোহেল আরমান আরফিন, ঢাকা বিশ্ববিদ্যালয়; ৯) মোঃ শাহিন আলম, মাদ্রাসায়ে মোহাম্মাদিয়া আরাবিয়া; ১০) মোঃ সুমন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১১) মোঃ তসলিম মিয়া, মাদ্রাসায়ে মোহাম্মাদিয়া আরাবিয়া; ১২) মোঃ জিলহক; ১৩) শামসুজ্জামান শুভ; ১৪) আদিব আহসান দিগন্ত ও ১৫) মোঃ ইসতিয়াক।

সংগঠনের কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন : মোঃ ইলিয়াস সানি, অর্থ সম্পাদক; দিদারুল হক (তিতুমীর কলেজ), প্রচার সম্পাদক; আতিকুর রহমান মোকারিম, সাংগঠনিক সম্পাদক; নুরন্নবী হোসেন নিলয়, সহ-সাংগঠনিক সম্পাদক; মোসাব্বির হোসেন রাফি, সহ-সাধারণ সম্পাদক; মশিউর রহমান রাকিব, যুগ্ম-সাধারণ সম্পাদক; আবদুল্লাহ আল রোমান, যুগ্ম- সাধারণ সম্পাদক; আলামিন হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক; মাহফুজ আলম জিয়া, সহ-সভাপতি; পাভেল রহমান নাঈম, সহ-সভাপতি; গরীব এ নেওয়াজ, সহ-সভাপতি; হাসানুজ্জামান পুটন, সিনিয়র সহ-সভাপতি; নিয়াদ হাসান রকি, উপদেষ্টা, ঢাকাস্থ নিকলী ছাত্রপরিষদ।

অতিথিগণের মধ্য থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব কারার মাহমুদুল হাসান, ঢাকাস্থ নিকলী সমিতির সভাপতি বাবু সুনীল সাহা, সাধারণ সম্পাদক মুশতাক আহম্মদ লিটন, সাংগঠনিক সম্পাদক কারার মোশারফ হোসেন, আমাদের নিকলী.কম-এর ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আজমল আহসান, এনবিআর কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন লিটন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সৈয়দ মাহফুজুল হক মারজান, ডিভাইন ডিফেন্স কোচিং সেন্টারের স্বত্ত্বাধিকারী রুহুল কুদ্দুস ভূইয়া জনি, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এ এম জামিউল হক ফয়সাল, এনায়েত কবির সোয়েব (বিসিএস প্রশাসন (পুলিশ)-এ গেজেটভুক্ত), ঢাকাস্থ নিকলী ছাত্রপরিষদের সাবেক সভাপতি মেহেদি হাসান হিমেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ নিকলী ছাত্রপরিষদের নবনির্বাচিত সভাপতি মাজহারুল ইসলাম উজ্জ্বল।

সংগঠনের নবীনদের পক্ষ থেকে ছাত্র বৃত্তির ব্যাপারে প্রস্তাব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র শাহীন রহমান আরফিন। এছাড়াও বিভিন্ন বক্তা নিকলী থেকে আগত নতুনদের ঢাকায় উক্ত সংগঠন থেকে সাহায্যের বিষয়টিও তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতে, অতিথিদের মধ্য থেকে এ এম জামিউল হক ফয়সাল ছাত্রবৃত্তির ফান্ড শুরু হলে তিনি দশহাজার টাকা প্রদান করবেন বলে তার বক্তৃতায় ঘোষণা করেন। সকলে করতালির মাধ্যমে ছাত্রবৃত্তি ও ফান্ডের আশ্বাস পেয়ে করতালির মাধ্যমে সাধুবাদ জানান।

মোয়াজ্জেম হোসেন লিটন বিগত বছরগুলোর মতো আগামীতেও উক্ত সংগঠনের সার্বিক বিষয়ে আর্থিক ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন এবং সংগঠনের ফান্ড গঠনের ব্যাপারে পরামর্শ ও উক্ত ফান্ডে এককালীন অর্থ সহায়তা দেয়ার ব্যাপারে আশ্বাস প্রদান করেন।

নিকলীর উদীয়মান রাজনীতিক ও ডিভাইন ডিফেন্স কোচিং সেন্টারের স্বত্ত্বাধিকারী রুহুল কুদ্দুস ভূঞা জনি জানান, নিকলী থেকে আগত শিক্ষার্থীদের কোচিং, থাকা ও খাওয়ার বিষয়ে তার দিক থেকে যথাসাধ্য সহযোগিতা করবেন ও ছাত্রবৃত্তি চালু হলে সেখানেও তিনি সহযোগিতা করবেন।

সর্বশেষ বক্তা ও সুন্দর নিকলী বিনির্মাণে ভূমিকা রাখা ব্যক্তিত্ব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব কারার মাহমুদুল হাসান ঢাকাস্থ নিকলী ছাত্রপরিষদের আগামী অনুষ্ঠান আয়োজনে হল ভাড়া প্রদান করবেন বলে ঘোষণা দেন।

পরিশেষে, উক্ত সংগঠনের ও অনুষ্ঠানের সভাপতি মাজহারুল ইসলাম উজ্জ্বল আমন্ত্রিত অতিথি ও ঢাকার বিভিন্ন প্রান্ত হতে আগত ঢাকাস্থ নিকলীর সকল ছাত্রছাত্রীকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Similar Posts

error: Content is protected !!