শিক্ষায় আলোকিত হতে চায় শারীরিক প্রতিবন্ধী আতিকুল

আবদুল্লাহ আল মহসিন, বিশেষ প্রতিনিধি ।।

আতিকুল ইসলাম। মোহরকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র। বাড়ি কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদর ইউনিয়নের মোহরকোনার আনন্দনগর। ৪ ভাই ১ বোনের মধ্যে আতিকুল চতুর্থ। শারীরিক প্রতিবন্ধকতা মাড়িয়ে আলোকিত জীবন গড়তে উদ্যমী এক শিশু।

আতিকুলের দুটি পা-ই বিকলাঙ্গ। দুই হাত বাঁকা। এর পরেও প্রতিনিয়ত নিজের সাথে লড়াই সংগ্রাম করে চলছে। অদম্য ইচ্ছা আর উদ্দীপনা নিয়ে প্রতিদিন বাড়ি থেকে স্কুলে যায়। কখনো হামাগুড়ি দিয়ে। কখনো হুইল চেয়ারে বসে।

এই প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে যেতে চায় আতিকুল। বিকলাঙ্গ হয়ে জন্ম নিয়েছে বলে স্কুলে পড়া যাবে না, এমন নেতিবাচক দৃষ্টিভঙ্গি মানতে রাজি নয় সে। আগামী ১৮ নভেম্বরের ৫ম শ্রেণী সমাপনী পরীক্ষা অংশ নেবে আতিকুল।

প্রথম মডেল টেস্ট পরীক্ষা চলছে আতিকুলের। নিকলী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার সময় দেখা হয় তার সাথে। পরীক্ষা শেষে হামাগুড়ি দিয়ে বন্ধুদের সাথে চলছে। আতিকুল জানায়, “শারীরিক প্রতিবন্ধকতা আর দরিদ্রতা ঠেলে নিজেকে শিক্ষার আলোয় আলোকিত করতে চাই। সমাজের বোঝা হয়ে না থেকে পড়ালেখা করে আমি ভালো মানুষ ও আত্মনির্ভরশীল হতে চাই।”

অত্যন্ত দরিদ্র পরিবারে তার জন্ম। বাবা দিনমজুর সুনাম উদ্দিন। মা মমতা গৃহিণী। পরিবারে তার আরো ৩ ভাই ১ বোন রয়েছে।

Similar Posts

error: Content is protected !!