কিশোরগঞ্জে ২ মাদকবিক্রেতার ২ বছর কারাদণ্ড

আমাদের নিকলী ডেস্ক ।।

কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটকের পর দুই মাদক বিক্রেতাকে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার (৯ সেপ্টেম্বর ২০১৮) দিনগত রাতে কিশোরগঞ্জের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার বত্রিশ মনিপুরঘাট এলাকার মো. জহির উদ্দিনের ছেলে ফাহিম (১৯) ও একই উপজেলার যশোদল মনিপুরঘাট এলাকার মো. কামাল মিয়ার ছেলে রবিউল আউয়াল রিয়াদ (বাবু)।

এর আগে রাত ৯টার দিকে র‌্যাব-১৪ সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার মনিপুরঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র : বাংলা নিউজ, ১০ সেপ্টেম্বর ২০১৮

Similar Posts

error: Content is protected !!