বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের নিকলীতে সপ্তম শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত মহি উদ্দিনের (৪২) গ্রেফতারের দাবিতে আজ সোমবার (১০ সেপ্টেম্বর ২০১৮) সকালে মানববন্ধন করেছে দামপাড়া কেএমইউ ও মজলিশপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জানা যায়, গত ৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে নিকলী উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা ও দামপাড়া কেএমইউ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রীকে (১৩) বাড়িতে একা পেয়ে যৌন নির্যাতন করে একই এলাকার প্রভাবশালী মিয়া হোসেনের পুত্র মহি উদ্দিন। ঘটনা ধামাচাপা দিতে একটি মহল ওই ছাত্রীকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তাকে চিকিৎসা নিতে দেয়নি।
চক্রটি গত বৃহস্পতিবার গ্রাম্য শালিশে মীমাংসার আশ্বাস দেয়। এমনকি নিকলী সদর, দামপাড়া ও কারপাশা ইউনিয়নের চেয়ারম্যানসহ দরবারিদের অবহিত করে। নির্ধারিত দিনে ও স্থানে তিন ইউনিয়নের হাজার হাজার লোক উপস্থিত হয়। ঘটনাটি গ্রাম্য শালিসের আওতায় না পড়ায় উপস্থিত দরবারিগণ নির্যাতীতা ছাত্রীর পরিবারকে আইনের সহায়তা নিতে পরামর্শ দেন।
ছাত্রীর পিতা বাদী হয়ে ৭ সেপ্টেম্বর রাতে মহি উদ্দিনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত মহি উদ্দিন গ্রেফতার না হওয়ায় শিক্ষার্থীরা ৩ কিলোমিটার হেঁটে উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহ মোড়ে মানববন্ধন করে।
এ সময় নিকলী থানা অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন ভূইয়া উপস্থিত হয়ে ২৪ ঘণ্টার মধ্যে মহি উদ্দিনকে গ্রেফতারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা ফিরে যায়।