ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে দুই দিনব্যাপী সোনার বাংলা আদিবাসী ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। ১০ সেপ্টেম্বর (সোমবার) বেলা ১১টায় হাটনগর ফুটবল মাঠে এ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।
হাটনগর সোনার বাংলা যুব সংঘ এ টুর্নামেন্টের উদ্যোগে হাটনগর সোনার বাংলা যুব সংঘ, বদলগাছি ফুটবল দল, নজিপুর ফুটবল দল, পুরানাপৈল একাদশ, বস্তাবর একাদশ, উত্তর চকযদু একাদশ, সাপাহার একাদশ ও ফুলবন ফুটবল একাদশ দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
টুর্নামেন্ট উদ্বোধন করেন ধামইরহাট পৌরসভার কাউন্সিলর মো. আব্দুল হাকিম। এ সময় উপস্থিত ছিলেন সোনার বাংলা যুব সংঘের সভাপতি আব্দুল হাই আল হাদী চপল, ছাত্রলীগের পৌর কমিটির সভাপতি আবু হোসেন, মাদ্রাসা শিক্ষক রোস্তম আলী মজনু, আলীমুজ্জামান ভুটু, লক্ষণ পাহান প্রমুখ। উদ্বোধনী খেলায় সোনার বাংলা যুব সংঘ একাদশ টাইব্রেকারে বদলগাছি ফুটবল একাদশকে পরাজিত করে।