ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
ধামইরহাটে ১ রাউন্ড গুলিসহ দেশীয় পিস্তল উদ্ধার করেছে ১৪ বিজিবি।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাগলা দেওয়ান বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদর আ. সালাম তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১০ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে উপজেলার ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত রুপনারায়নপুর গ্রামের আ. ছামাদের ছেলে সামছুলের বাড়ির বাথরুমের পিছনে পরিত্যক্ত অবস্থায় ১ রাউন্ড গুলিসহ ১টি দেশীয় পিস্তল উদ্ধার করেন।
উদ্ধারকৃত অস্ত্রটি বিজিবি থানা হেফাজতে প্রদান করে এবং এ ব্যাপারে ধামইরহাট থানায় একটি জি.ডি করা হয়েছে। জি.ডি নং-৩৩৮, তারিখঃ ১০/০৯/১৮।