হোসেনপুরে ডাচ বাংলা ব্যাংক এজেন্টের ২০ লাখ টাকা লুট

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।

কিশোরগঞ্জের হোসেনপুরে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং প্রতিনিধির ২০ লাখ টাকাভর্তি একটি ব্যাগ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত রোববার (৯ সেপ্টেম্বর ২০১৮) গভীর রাতে উপজেলার হোগলাকান্দি বোর্ডের বাজারের পাশে খানকা মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, স্থানীয় বোর্ডের বাজারের ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং প্রতিনিধি মো. আলমগির মিয়া, বড় ভাই রিটন মিয়া ও তাদের বাবা মো. সিরাজ উদ্দিন ওই দিনের ব্যবসায়িক লেনদেন শেষে বাড়ি ফেরার পথে হোসেনপুর-হাজীপুর সড়কের খানকা মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় আগে থেকে উৎ পেতে থাকা ৭/৮ জনের একটি দুর্বৃত্ত চক্র ওই তিনজনকে আটকিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ প্রায় ২০ লাখ টাকা লুট করে পালিয়ে যায়। ঘটনার পরপরই আলমগির হোসেনপুর থানায় এসে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।

আলমগির জানান, গত তিন দিনের ব্যাংকিং লেনদেনের সমুদয় টাকা দুর্বৃত্তরা লুট করে নিয়ে যাওয়ায় তিনি এখন নিঃস্ব। তাই টাকা উদ্ধারে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

উল্লেখ্য বিগত ৬ জুলাই রাতে ওই বোর্ড বাজার থেকে বাড়ি ফেরার পথে একই কায়দায় ফরিদ মিয়ার কাছ থেকে বিকাশ এজেন্টের টাকা ছিনতাই হলে ফরিদের ডাক চিৎকারে প্রত্যয় নামে এক ছিনতাইকারীকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করলে পর দিন ৭ জুলাই শনিবার বাদীকে টাকা উদ্ধারের কথা বলে ছাড়িয়ে নিলেও আজও তা উদ্ধার হয়নি বলে বাদীর অভিযোগ।

এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

Similar Posts

error: Content is protected !!