রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

আমাদের নিকলী ডেস্ক ।।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ বুধবার (১২ সেপ্টেম্বর ২১৮) সকালে ভূকম্পন অনুভূত হয়েছে।

সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকায় এই ভূমিকম্প হয়। বেশ কয়েক সেকেন্ড এটি স্থায়ী ছিল। এ সময় বহুতল ভবনের ওপরে থাকা মানুষ বেশ দুলুনি অনুভব করেন। আবহাওয়া অধিদপ্তর এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দিন আহমেদ জানান, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩। উৎপত্তিস্থল ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণকেন্দ্র থেকে ২৯৩ কিলোমিটার উত্তরে, ভারতের আসামে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, আসামের ধুবড়ি জেলার সাপাত গ্রাম এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।

সূত্র : প্রথম আলো

Similar Posts

error: Content is protected !!