বিশেষ প্রতিনিধি ।।
জীববৈচিত্র্য রক্ষায় পাখি আবাসন সৃষ্টি ও গণসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে নিকলী উপজেলা পরিষদ। এ উপলক্ষে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহায়তায় উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের বাস্তবায়নে আজ বুধবার (১১ সেপ্টেম্বর ২০১৮) নিকলীস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি ছিলেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম। বিশেষ অতিথি জাইকার ইন্টার কনসাটেন্স টিম লিডার তাকাসি সুজিয়ামা, ডেপুটি টীম লিডার আজিজুর রহমান সিদ্দিক, নিকলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রৌশন আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. আবু বকর সিদ্দিকসহ উপজেলার শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রোগ্রাম ফ্যাসিলেটেটর দূর্গা রাণী সাহা জানান, প্রাথমিকভাবে ১শ’ মাটির হাঁড়ি উপজেলা পরিষদ চত্বর ও শিক্ষা প্রতিষ্ঠানের গাছে স্থাপন হচ্ছে। আগামীতে ব্যাপক উদ্যোগ নেয়া হবে।
সবশেষে নিকলী গণসাংস্কৃতিক দল গণসচেতনতা সৃষ্টিতে মনোজ্ঞ জারি-সারি গান পরিবেশন করেন।