আমাদের নিকলী ডেস্ক ।।
মৃতদেহের কথা শুনলেই কেমন যেন ভয়ে শরীর ছমছম করে। তার ওপর বিয়ে! বিষয়টা আরও ভয়ানক। কিন্তু সেটা আমার আর আপনার কাছে। কারও কারও কাছে এটা ভালোবাসার প্রতীক।
সাধারণত মৃতদেহ বিয়ে করাকে বলা হয় ’নেক্রোগ্যামি’। ১৯৫০-এর দশক থেকে ফ্রান্সে মৃতদেহকে বিয়ে করার আইন হয়।
জানা যায়, একটি বাঁধ ভেঙে ৪০০ মানুষের মৃত্যুর পর এই প্রথার প্রচলন শুরু হয়। এই ৪০০ জনের মধ্যে এক নারীর বাগদত্তা স্বামীও ছিলেন। বিয়ের আগেই তার মৃত্যুতে কাতর সেই নারী ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট চার্লস ডে গলের কাছে অনুরোধ করেন যাতে তাদের বিয়ে সম্পন্ন করতে দেয়া হয়।
এই ঘটনার কয়েক মাস পরেই ফ্রান্সের পার্লামেন্ট মৃত্যু পরবর্তী বিয়ের বৈধতা প্রদান করেন। তবে শর্ত হচ্ছে, তাদেরকে বাগদত্তা হতে হবে। মানে বিয়ে ঠিক হবার পরে যদি স্ত্রী বা স্বামীর কেউ মারা যায়, তবেই বিয়ে সম্পন্ন করা যাবে।
শুধু ফ্রান্সেই নয় চীন ও সুদানেও মৃতদেহের সঙ্গে বিয়ের প্রথা রয়েছে।
সূত্র : জাগো বাংলা