সংবাদদাতা ।।
গোপনাঙ্গ কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে এক স্ত্রী। সম্প্রতি উপজেলার ছাতিরচর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত স্বামী সুলতান মিয়া (২৮)কে গুরুতর অবস্থায় ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতের চাচাত ভাই জসিম উদ্দিন বাদী হয়ে ৩জনকে আসামি করে নিকলী থানায় একটি মামলা দায়ের করলে স্ত্রী শরমিন আক্তারকে গ্রেপ্তার করে নিকলী থানা পুলিশ।
জানা যায়, প্রায় চার বছর আগে একই গ্রামের লাল মিয়ার কন্যা শরমিন আক্তারের সঙ্গে ফালু মিয়ার ছেলে সুলতানের বিয়ে হয়। বিয়ের পর থেকে উভয়েই গার্মেন্টস ফ্যাক্টরির চাকরির সুবাদে গাজীপুরে বসবাস করেন। তাদের ঔরশে ২ কন্যা সন্তান রয়েছে। ঈদের ছুটিতে তারা বাড়ি আসলে শরমিন তার বাপের বাড়িতে অবস্থান নেন। ঘটনার দিন শনিবার স্ত্রী শরমিন স্বামীর বাড়িতে এসে রাত ৯টায় কথা আছে বলে আলাদা ঘরে ডেকে নিয়ে ব্লেড দিয়ে স্বামী সুলতানের গোপনাঙ্গ কেটে দেন। ঘটনাটি উপজেলা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।