ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান ধামইরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার (১৫ সেপ্টেম্বর ২০১৮) দুপুরে ধামইরহাট প্রেস ক্লাব ভবনে ইউনিয়নবাসীর আয়োজনে আগ্রাদ্বিগুন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. ছালেহ উদ্দিন সংবাদ সম্মেলনে তার লিখিত বক্তব্যে জানান, গত ২৯ আগস্ট দৈনিক চাঁদনী বাজারসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় তাকে জড়িয়ে সরকারি বনবিভাগের গাছ কাটার অভিযোগ এনে সংবাদ প্রকাশিত হয়; যা সঠিক নয়। প্রকৃতপক্ষে গাছগুলি তার নিজস্ব বাগানের গাছ। ভুল তথ্য সরবরাহ করে এমন সংবাদ প্রকাশ করা হয়েছে।” জনাকীর্ণ উক্ত সম্মেলনে প্রকাশিত ওই সব নিউজের প্রতিবাদ জানান ইউপি চেয়ারম্যান।
এ বিষয়ে পত্নীতলা উপজেলার পাইকবান্দা বিটের বিট কর্মকর্তা ফরহাদ জাহান জানান, ‘গাছগুলি বনবিভাগের নয়, যা আমরা তাৎক্ষণিকভাবেই এলাকাবাসীকে জানিয়েছি।’
সংবাদ সম্মেলনে ইউনিয়ন আ’লীগ সম্পাদক গোলাম কিবরিয়া খোকন, ইউনিয়ন যুবলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু, আ’লীগ নেতা আবু মুছা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।