নিকলীতে ৪ জুয়ারি গ্রেফতার

বিশেষ প্রতিনিধি ।।

নিকলী থানা পুলিশ শনিবার (১৫ সেপ্টেম্বর ২০১৮) রাতে উপজেলার মোহরকোনা বাজারের রিয়াজ উদ্দিন মার্কেট থেকে চার জুয়ারিকে গ্রেফতার করেছে। রোববার দুপুরে আটককৃতদের কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, দীর্ঘ দিন যাবৎ নিকলী উপজেলার বিভিন্ন স্থানে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় নিয়মিত জুয়ার আসর বসছে। এর প্রভাবে উপজেলার আইন-শৃঙ্খলায় ব্যাপক অবনতি দেখা দিয়েছে।

শনিবার রাতে মোহরকোনা বাজারের রিয়াজ উদ্দিন মার্কেটে অভিযান চালিয়ে পুলিশ মোহরকোনার মৃত ইদু মিয়ার পুত্র জলমহাল ইজারাদার আবু মিয়া (২৯), মজলু মিয়ার পুত্র মো. হাবিবুর রহমান (৩৫), কৈবতহাটির আ. রহিমের পুত্র মো. মোনারুল (২৫) ও কামালপুর গ্রামের মো. আলম মিয়ার পুত্র মো. উবায়দুলকে (২১) গ্রেফতার করে।

এ সময় জুয়ায় ব্যবহৃত নগদ টাকা ও নিয়মিত জুয়া খেলার আলামত জব্দ করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন জুয়ারি পালিয়ে যেতে সক্ষম হয় বলে একটি সূত্রে জানা যায়।

Similar Posts

error: Content is protected !!