কটিয়াদী প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশানের মিনি স্টেডিয়ামে উদ্বোধন হয়েছে ৪র্থ ফ্রি মোটরবাইক ফুটবল প্রতিযোগিতা-২০১৮। আজ রোববার (১৬ সেপ্টেম্বর ২০১৮) বিকাল ৪টায় অষ্টঘড়িয়া লাল গোলাপ যুব সংঘের উদ্যোগে আয়োজিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ।
খেলার উদ্বোধন করেন কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির রাব্বানী। কটিয়াদী ফুটবল একাদশ বনাম পুলের ঘাট ভূইয়া একাডেমী খেলায় ১-১ গোলে সমতা এলে তা টাইব্রেকারে উপনীত হয়। পরে ৪-২ গোলে কটিয়াদী ফুটবল একাদশ বিজয়ী হয়।
এ. কে. এম জিয়াউর রহমানের (রিপন) সভাপতিত্বে খেলায় অন্যান্যের মাঝে কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম, শফিকুর রহমান (মগল), মোঃ শফিকুর রহমান (বাদল), আবু সাঈদ ইকবাল, মোঃ জসিম উদ্দিন, তারেক আজিজ সবুজ, মোঃ আনোয়ার হোসেন সুমন, রাজীব সরকার পলাশ, শহীদুজ্জামান শহীদ, এনামুল হক বাবু, মোঃ জাকির হোসেন জুয়েল, আব্দুল মান্নান, ওমর ফারুক, আব্দুস সাত্তার করিম, মোঃ নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
খেলার ধারা বর্ণণায় ছিলেন মোঃ মুখলেছুর রহমান (ছন্দু), মোঃ আল-আমিন মাস্টার, নজরুল ইসলাম (রিপন) ও আল-মামুন। প্রথম রাউন্ডে ৪টি খেলা শেষে সরাসরি সেমিফাইনালে অংশগ্রহণ করবে বিজয়ী ২টি দল।