ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে জনমত সংগঠক ও মানবাধিকার কর্মীদের ভূমিকা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় আশ্রয় সম্মান প্রকল্পের আয়োজনে আশ্রয় কার্যালয়ে নির্বাচিত সংগঠক ও মানবাধিকার কর্মী এবং স্টেকহোল্ডারগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
আশ্রয় সম্মান প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আনোয়ার হোসেন, ধামইরহাট ইউনিট ম্যানেজার অপূর্ব চন্দ্র তালুকদার, হিসাবরক্ষক আলমগীর হোসেন, আলমপুর ইউনিয়ন ফেডারেশনের সভাপতি রোজিনা বেগম, ধামইরহাট ইউনিয়ন ফেডারেশন সভাপতি মারথা হেমরম, উপজেলা পারগানা সেবাস্তিয়ান হেমরম কর্মশালায় বক্তব্য প্রদান করেন।
প্রকল্প ব্যবস্থাপক আনোয়ার হোসেন প্রকল্পের উদ্দেশ্য ও কার্যক্রম বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।