সংবাদদাতা ।।
অন্যান্য বছরের মতো এবারো হিন্দু ধর্মাবলম্বীরা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উতসব দুর্গা পূজা উদযাপন করছেন। নিকলী উপজেলাও এর ব্যতিক্রম নয়। মহা ধুমধামে উদযাপিত হচ্ছে এ উতসব। এ যেন এক মহা মিলনমেলা। এ উপলক্ষে নিকলীর বাইরে থাকা আত্মীয়-স্বজন বাড়িতে এসে পরিবার-পরিজন নিয়ে একসাথে আনন্দ উপভোগ করছেন।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু জীবন আচার্য্য জানান, নিকলীতে এ বছর মোট ১৫টি মণ্ডপে চলছে পূজা। এর মধ্যে সদর ইউনিয়নের সাহা পাড়া, বর্মণ পাড়া, ধূপাহাটি, নগর, ষাইটধার ও মোহরকোনা দয়াল কুঠির উল্লেখযোগ্য। বরাবরের মতো এবারও কোনো ধরনের বিশৃঙ্খলার সম্ভাবনা নেই। তবু যে কোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের সাথে আলোচনা হয়েছে। তারা আশ্বস্ত করেছেন।
নিকলী থানার ওসি এ.কে.এম মাহবুবুল আলম জানান, সার্বক্ষণিক নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে ৬/৭ জন আনসার ও একজন করে পুলিশ নিরাপত্তায় নিয়োজিত আছেন। এছাড়াও পূজারী, দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচল ও অপ্রীতিকর ঘটনা এড়াতে এসআই/এএসআই সংগীয় ফোর্স নিয়ে টহল অব্যাহত রাখছেন। এ নিরাপত্তা ব্যবস্থা প্রতিমা বিসর্জন পর্যন্ত চলমান থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহবুব আলম জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে উপজেলার সকল পূজা মণ্ডপ প্রশাসনের কর্মকর্তারা পরিদর্শন করবেন।