কটিয়াদী প্রতিনিধি ।।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি), রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদ নির্বাচন প্রচারণার অংশ হিসেবে বিশাল শোভাযাত্রা করেন।
সোমবার (১৭ সেপ্টেম্বর ২০১৮) সকাল ১০টায় নিজ এলাকা কটিয়াদীর মানিকখালী বাজার থেকে প্রায় ৪ হাজার মোটরসাইকেল, ব্যানার ও ফেস্টুন সম্বলিত ২০টি মাইক্রো, ৫০টি পিক-আপ, সিএনজি অটোরিকশা ও প্রায় ২শ’ ব্যাটারিচালিত অটোরিক্সা দিয়ে শোভা যাত্রা শুরু করে। কটিয়াদী বাসস্ট্যান্ডে এলে আরো প্রায় এক হাজার মোটরসাইকেল যুক্ত হয়।
ভৈরব- কিশোরগঞ্জ মহাসড়ক হয়ে পুলেরঘাট বাজারে এলে সেখান থেকেও পাকুন্দিয়া উপজেলার কয়েক হাজার মোটর বাইক এই গাড়িবহরে যোগ দেয়। পরে পাকুন্দিয়া থেকে মঠখোলা হয়ে আবার মানিকখালী চান্দপুর এসে শেষ হয়। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জনগণকে হাত নেড়ে আইজিপি নূর মোহাম্মদ শুভেচ্ছা জানান। শোভাযাত্রায় অংশ নেয়া হাজারো নেতাকর্মীদের গায়ে সাদা, লাল ও হলুদ রংয়ের “হৃদয়ে নূর মোহাম্মদ” স্লোগান সম্বলিত গেঞ্জি দেখা গেছে।
উক্ত আসনের সাধারণ জনগণ মনে করেন, এটিই এই নির্বাচনী এলাকার সর্ববৃহৎ শোভাযাত্রা। এর আগে এত বড় শোভাযাত্রা দেখেনি এলাকার মানুষ। বিগত প্রায় ১৫ দিন ধরে প্রস্তুতি ছিল এই শোডাউনের বলে জানান এক কর্মী।
সাবেক আইজিপি, রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদ জানান, এ পর্যন্ত প্রায় দেড় শতাধিক উঠান বৈঠক এবং মতবিনিময় সভা করেছি। আমি কৃতজ্ঞ সাধারণ মানুষের ভালোবাসার প্রতি। তাদের ভালোবাসায় এই শোভাযাত্রা সফল হয়েছে।