ধামইরহাট থানা মাদকমুক্ত করতে সহযোগিতা চাইলেন ওসি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে থানা এলাকাকে মাদকমুক্ত করতে সকলের সহযোগিতা চেয়েছেন ধামইরহাট উপজেলার চৌকষ অফিসার ইনচার্জ মো. জাকিরুল ইসলাম।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর ২০১৮) বিকেলে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে আড়ানগর ইউনিয়নের ফতেপুর বাজারে স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান আলী কমলের সভাপতিত্বে অনুষ্ঠিত মাদক সন্ত্রাস-বাল্যবিবাহ, যৌতুক নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. জাকিরুল ইসলাম মাদক নির্মূলে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।

এ সময় উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার আ. রউফ, সাংগঠনিক সম্পাদক ডা. আমিনুল ইসলাম, ইউনিয়ন আ’লীগ সম্পাদক হেলাল হোসেন, যুগ্ম সম্পাদক আবু রাইহান, প্রেস ক্লাব সভাপতি এম এ মালেক, সাব-ইন্সপেক্টর গোলাম মোস্তফা, সাংবাদিক আবু মুছা স্বপনসহ স্থানীয় ব্যবসায়ী ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!