তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর ২০১৮) প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী তিন প্রার্থী আওয়ামীলীগ মনোনীত মো. আজিজুল হক ভূইয়া মোতাহারকে নৌকা, বিএনপি মনোনীত ২০ দলীয় জোটের প্রার্থী মো. ছাইদুজ্জামান মোস্তফাকে ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থী একেএস জামান সম্রাটকে আনারস প্রতীক তুলে দেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুহাম্মদ মোশারফ হোসেন। আগামী ৩ অক্টোবর উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
গত ৯ সেপ্টেম্বর মনোনোয়নপত্র দাখিলের শেষ দিনে মোট চারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ১০ সেপ্টেম্বর বাছাই পর্বে স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদুল হাসান রনির মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে তিনি আপিল করেও প্রার্থিতা ফিরে পাননি। সোমবার (১৭ সেপ্টেম্বর ২০১৮) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রার্থী প্রত্যাহার না করায় মঙ্গলবার তাদের প্রতীক প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ১৮ জুলাই তাড়াইল উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব কামাল উদ্দিন ভূঞা কাঞ্চনের মৃত্যুতে এ পদটি শূন্য হয়।