আমাদের নিকলী ডেস্ক ।।
কুলিয়ারচরে বিষধর সাপের কামড়ে শাবানা (১৪) নামে ৮ম শ্রেণির এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর ২০১৮) দিবাগত রাত ১টার দিকে উপজেলার গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নের পশ্চিম গোবরিয়া গ্রামের বসতঘরে ঢুকে ঘুমন্ত শাবানাকে সাপটি কামড়ায়।
পরে রাতেই তাকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শাবানা উপজেলার গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নের পশ্চিম গোবরিয়া গ্রামের মস্তোফার কন্যা ও স্থানীয় লক্ষীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
সূত্র : কুলিয়ারচরে সাপের দংশনে ৮ম শ্রেণির ছাত্রীর মৃত্যু [কিশোরগঞ্জ নিউজ, ১৯ সেপ্টেম্বর ২০১৮]