ধামইরহাটে আদমশুমারী উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে আদমশুমারী উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মো. মঈন উদ্দীন।

কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান-মেম্বার, মসজিদের ইমাম ও পুরোহিতদের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) আলপনা ইয়াসমিন, উপজেলা পরিসংখ্যান অফিসার নাসির উদ্দিন, কৃষি অফিসার সেলিম রেজা, সমাজসেবা অফিসার সোহেল রানা, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, ফজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!