নিকলীতে এক মঞ্চে আওয়ামীলীগের ৫ মনোনয়ন প্রত্যাশী

বিশেষ প্রতিনিধি ।।

কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নিকলীতে এক মঞ্চে সমাবেশ করেছেন দুই উপজেলার ছয় আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী। শনিবার (২১ সেপ্টেম্বর ২০১৮) বিকাল ৩টায় উপজেলার নতুন বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন নিকলী উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি গোলাম রহমান গোলাপ। সমাবেশ সঞ্চালনায় ছিলেন আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুল হক লিটন ও যুবনেতা কাউসারুল আলম।

সমাবেশে সংসদীয় আসনটিতে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আলাউল হক, বাজিতপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অ্যাডভোকেট শেখ নূরুন্নবী বাদল, জেলা কৃষকলীগ সহ-সভাপতি ফারুক আহম্মেদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন, নিকলী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী নূরুল আমীনসহ ৫ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা জানান, স্বাধীনতার পর থেকে এই আসনটিতে যারাই নির্বাচিত হয়েছিলেন কেউ এলাকার সমস্যা নিয়ে সংসদে এক দিনও কথা বলেননি। শেখ হাসিনা সরকারের ৯ বছরের শাসনামলে দেশে ব্যাপক উন্নয়ন হলেও দুই উপজেলায় নামমাত্র উন্নয়ন হয়েছে।

কারণ হিসাবে বক্তারা সরকারদলীয় বর্তমান স্ব-শিক্ষিত সাংসদের অযোগ্যতাকে চিহ্নিত করেন। সাংসদ আলহাজ্ব আফজাল হোসেন ব্যবসায়ী এবং ব্যবসাতেই বেশি সময় পার করেন। সরকার দেশকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিলেও সাংসদ আলহাজ্ব আফজাল হোসেনের জনসংযোগহীনতা দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তারা শিক্ষিত, নেতৃত্বগুণাবলী সম্পন্ন পরীক্ষিত নেতাদের কাউকে মনোনয়ন দেয়ার জন্য শেখ হাসিনার সুদৃষ্টি প্রার্থনা করেন।

উপস্থিত জনতার সামনে তারা আওয়ামী সরকারের যুগান্তকারী অবদানের কথা উল্লেখ করে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

Similar Posts

error: Content is protected !!